Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

ডেপুটি কো-অর্ডিনেটরের কার্যালয়

যুব প্রশিক্ষণ কেন্দ্র

যুব উন্নয়ন অধিদপ্তর, চুয়াডাঙ্গা।

www.ytc.chuadanga.gov.bd

সিটিজেন চার্টার/নাগরিক সেবা

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় তথ্য যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণ কার্যক্রম একটি অন্যতম গুরুত্বপূর্ণ কর্মসূচি। দেশের বেকার যুবক ও যুবনারীদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ মানবসম্পদে পরিণত করার লক্ষ্যে যুব প্রশিক্ষণ কেন্দ্র, যুব উন্নয়ন অধিদপ্তর, চুয়াডাঙ্গার প্রশিক্ষণ কেন্দ্রের কার্যক্রম ২০১৬-২০১৭ অর্থ বছরে শুরু হয়। শুরু থেকেই তিন ও একমাস মেয়াদি আবাসিক প্রশিক্ষণ প্রদান করে থাকে।

মিশন (Mission) 

ভিশন (Vision)

গুণগত প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে বেকার যুবক ও যুবনারীদের আত্মকর্মী ও কর্মসংস্থানের সুযোগ তৈরি করার একটি অনন্য  প্রতিষ্ঠান ।




পোল্ট্রি পালন : বাণিজ্যিক ভিত্তিতে ব্রয়লার পালন, হ্যাচিং ব্যবস্থাপনা কক পালন, লেয়ার পালন, হাঁসপালন, বাণিজ্যিক কোয়েল, লেয়ার, কোয়েল, ব্রিডার কোয়েলপালন, টার্কিপালন, দেশী মুরগিরপালন ও জাত সংরক্ষণ, খামার স্থাপনের স্থান নির্বাচন, বাসস্থান নির্মান, জাত/স্ট্রেইন নির্বাচন, ব্রুডিং ব্যবস্থা, খাদ্য ব্যবস্থা, ভ্যাকসিনেশন, খামার পরিকল্পনা ও প্রস্তুতকরণসহ উপস্থাপন এবং পোল্ট্রির বিভিন্নরোগসমূহ সনাক্তকরণ ও প্রাথমিক চিকিৎসা ব্যবস্থাপনা, রোগ নিয়ন্ত্রন, জৈব নিরাপত্তা, পোর্স্টমর্টেম রির্পোট প্রস্তুতকরণ, কৃমিমুক্তকরণ, টিকাদান কর্মসূচি।

পশুপালন : দুধালো গাভীপালন, গরু মোটাতাজাকরণ, বাণিজ্যিক ভিত্তিতে ছাগল ও ভেড়াপালন, বাসস্থান তৈরী, জাত নির্বাচন, খাদ্য ব্যবস্থাপনা, যত্ন পরিচর্যা, খামার পরিকল্পনা ও প্রস্তুতকরণসহ উপস্থাপন এবং গবাদিপশুর বিভিন্ন রোগসমূহ সনাক্তকরণ ও প্রাথমিক চিকিৎসা ব্যবস্থাপনা, রোগ নিয়ন্ত্রন, জৈব নিরাপত্তা, পোর্স্টমর্টেম রির্পোট প্রস্তুতকরণ, কৃমিমুক্তকরণ, টিকাদান কর্মসূচি।

কৃষি ও উদ্যান তত্ত্ব : কৃষি নার্সারী ব্যবস্থাপনা, কুলচাষ, মৌচাক, সব্জিচাষ, মাশরুম, ফল চাষ ও স্ট্রবেরী চাষ, নকশা ও পরিমাপ, সব্জি সংগ্রহ প্যাকেজিং ও বাজারজাতকরণ, খামার পরিকল্পনা ও প্রস্তুতকরণসহ উপস্থাপন এবং বিভিন্ন রোগসমূহ সনাক্তকরণ ও প্রাথমিক চিকিৎসা ব্যবস্থাপনাসহ রির্পোট প্রস্তুতকরণ ও টিকাদান কর্মসূচি।

মৎস্য চাষ ব্যবস্থাপনা : কার্পজাতীয় মাছের মিশ্র চাষ, পানি ও খাদ্য ব্যবস্থাপনা, মাছের রোগ ও প্রতিকার, গলদা ও বাগদা চিংড়ি চাষ ব্যবস্থাপনা, কাঁকড়া চাষ (মোটাতাজাকরণ, সফট শেল কাঁকড়া চাষ) হ্যাচারি ব্যবস্থাপনা, ধান খেতে মাছ চাষ, খাঁচায় মাছ চাষ, পাবদা, শিং, মাগুর, থাই কৈ, মনোসেক্স তেলাপিয়া, আইড়, চিতল, কুচিয়া, ভেটকি, শোল মাছের চাষ, দেশীয় ছোট মাছের চাষ, অ্যাকোয়াপনিক্স, বটন ক্লিন+বায়োফ্লক, আরএএস সিস্টেমে মাছ চাষ ইত্যাদি ও ব্যবস্থাপনা এবং বিভিন্ন রোগসমূহ সনাক্তকরণ ও প্রাথমিক চিকিৎসা ব্যবস্থাপনাসহ রির্পোট প্রস্তুতকরণ ও টিকাদান কর্মসূচি।

যুব কার্যক্রম ও জীবন দক্ষতামূলক : যুব কার্যক্রম, যুব ক্লাব/যুব সংগঠন করার কৌশল ও নিয়মাবলী, যুব নেতৃত্ব, সামাজিক সমস্যা এবং প্রতিকার, দুর্যোগ প্রস্তুতি এবং দূর্যোগ ব্যবস্থাপনা, কর্ম প্রেরণা ও উদ্বুদ্ধকরন, কর্মসংস্থান, উদ্যেক্তা উন্নয়ন, ব্যবসা পরিচালনা, যুব উন্নয়ন অধিদপ্তরের সেবা কার্যক্রম। মাদকাষক্তি প্রতিরোধ, জঙ্গিবাদ প্রতিরোধ, এইচআইভি এইড্স, নিরাপদ মাতৃত্ব, প্রজনন স্বাস্থ্য, পানি ও স্বাস্থ্যবিধি, যৌতুক প্রথা, অটিজম, ক্রীড়া ও সাংস্কৃতিক কার্যক্রম।