Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সেবার তালিকা

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

ডেপুটি কো-অর্ডিনেটরের কার্যালয়

যুব প্রশিক্ষণ কেন্দ্র

যুব উন্নয়ন অধিদপ্তর, চুয়াডাঙ্গা।

আপনি কী বেকার ?

আপনার বয়স কী ১৮-৩৫ বছরের মধ্যে ?

আপনি কী নূন্যতম ৮ম শ্রেণী পাশ ?

আপনি কী প্রশিক্ষণ নিয়ে নিজের আত্মকর্মসংস্থান নিজেই করতে চান ?

তাহলে ভর্তির সময় ১০০/-টাকা ভর্তি ফি (অফেরতযোগ্য) এবং ১০০/-টাকা জামানত ফি (ফেরতযোগ্য) জমা দিতে হবে।


আপনার উত্তর যদি হ্যাঁ হয়, তাহলে আপনি নিম্নলিখিত বিষয়সমূহের উপর যুব প্রশিক্ষণ কেন্দ্র চুয়াডাঙ্গায় তিন/একমাস মেয়াদি প্রশিক্ষণ নিয়ে নিজের কর্মসংস্থান নিজেই করতে পারেন।


পোল্ট্রি পালন : বাণিজ্যিক ভিত্তিতে ব্রয়লার পালন, হ্যাচিং ব্যবস্থাপনা কক পালন, লেয়ার পালন, হাঁসপালন, বাণিজ্যিক কোয়েল, লেয়ার, কোয়েল, ব্রিডার কোয়েলপালন, টার্কিপালন, দেশী মুরগিরপালন ও জাত সংরক্ষণ এবং উহাদের প্রাথমিক চিকিৎসা। খামার স্থাপনের স্থান নির্বাচন, বাসস্থান নির্মান, জাত/স্ট্রেইন নির্বাচন, ব্রæডিং ব্যবস্থা, খাদ্য ব্যবস্থা, ভ্যাকসিনেশন, খামার পরিকল্পনা ও প্রস্তুতকরণসহ উপস্থাপন এবং পোল্ট্রির বিভিন্নরোগসমূহ সনাক্তকরণ ও প্রাথমিক চিকিৎসা ব্যবস্থাপনা, রোগ  নিয়ন্ত্রন, জৈব নিরাপত্তা, পোর্স্টমর্টেম রির্পোট প্রস্তুতকরণ, কৃমিমুক্তকরণ, টিকাদান কর্মসূচি।


পশুপালন : দুধালো গাভীপালন, গরু মোটাতাজাকরণ, বাণিজ্যিক ভিত্তিতে ছাগল পালন ও ভেড়াপালন, বাসস্থান তৈরী, জাত নির্বাচন, খাদ্য ব্যবস্থাপনা, যত্ন পরিচর্যা, খামার পরিকল্পনা ও প্রস্তুতকরণসহ উপস্থাপন এবং গবাদিপশুর বিভিন্ন রোগসমূহ সনাক্তকরণ ও প্রথমিক চিকিৎসা ব্যবস্থাপনা, রোগ  নিয়ন্ত্রন, জৈব নিরাপত্তা, পোর্স্টমর্টেম রির্পোট প্রস্তুতকরণ, কৃমিমুক্তকরণ, টিকাদান কর্মসূচি।


কৃষি ও উদ্যান তত্ত :  কৃষি নার্সারী ব্যবস্থাপনা, কুলচাষ, মৌচাক, সব্জিচাষ, মাশরুম, ফল চাষ ও স্ট্রবেরী চাষ, নকশা ও পরিমাপ, সব্জি সংগ্রহ প্যাকেজিং ও বাজারজাতকরণ, খামার পরিকল্পনা ও প্রস্তুতকরণসহ উপস্থাপন এবং বিভিন্ন রোগসমূহ সনাক্তকরণ ও প্রাথমিক চিকিৎসা ব্যবস্থাপনাসহ রির্পোট প্রস্তুতকরণ ও টিকাদান কর্মসূচি।


মৎস্য চাষ ব্যবস্থাপনা : কার্পজাতীয় মাছের মিশ্র চাষ, পানি ও খাদ্য ব্যবস্থাপনা, মাছের রোগ ও প্রতিকার, গলদা ও বাগদা চিংড়ি

চাষ ব্যবস্থাপনা, কাঁকড়া চাষ (মোটাতাজাকরণ, সফট শেল কাঁকড়া চাষ) হ্যাচারি ব্যবস্থাপনা, ধান খেতে মাছ চাষ, খাঁচায় মাছ চাষ, পাবদা, শিং, মাগুর, থাই কৈ, মনোসেক্স তেলাপিয়া, আইড়, চিতল, কুচিয়া, ভেটকি, শোল মাছের চাষ, দেশীয় ছোট মাছের চাষ, অ্যাকোয়াপনিক্স, বটন ক্লিন+বায়োফ্লক, আরএএস সিস্টেমে মাছ চাষ ইত্যাদি ও ব্যবস্থাপনা এবং বিভিন্ন রোগসমূহ সনাক্তকরণ ও প্রাথমিক চিকিৎসা ব্যবস্থাপনাসহ রির্পোট প্রস্তুতকরণ ও টিকাদান কর্মসূচি।


যুব কার্যক্রম ও জীবন দক্ষতামূলক  :   যুব কার্যক্রম, যুব ক্লাব/যুব সংগঠন করার কৌশল ও নিয়মাবলী, যুব নেতৃত্ব, সামাজিক

সমস্যা এবং প্রতিকার, দুর্যোগ প্রস্তুতি এবং দূর্যোগ ব্যবস্থাপনা, কর্ম প্রেরণা ও উদ্বুদ্ধকরন, কর্মসংস্থান, উদ্যেক্তা উন্নয়ন, ব্যবসা পরিচালনা, যুব উন্নয়ন অধিদপ্তরের সেবা কার্যক্রম। মাদকাষক্তি প্রতিরোধ, জঙ্গিবাদ প্রতিরোধ, এইচআইভি এইড্স, নিরাপদ মাতৃত্ব, প্রজনন স্বাস্থ্য, পানি ও স্বাস্থ্যবিধি, যৌতুক প্রথা, অটিজম, ক্রীড়া ও সাংস্কৃতিক কার্যক্রম।


প্রশিক্ষণগুলো কোথায় এবং কিভাবে দেওয়া হয় :


যুব প্রশিক্ষণ কেন্দ্র, যুব উন্নয়ন অধিদপ্তর, চুয়াডাঙ্গায় তিন/এক মাস মেয়াদি সমন্বিত প্যাকেজ প্রশিক্ষণ প্রদান করে থাকে। প্রশিক্ষণ কোর্সগুলো আবাসিক বিধায় প্রশিক্ষণার্থীদের সরকারি ব্যবস্থাপনায় থাকা ও খাওয়ার ব্যবস্থা রয়েছে। এক্ষেত্রে ছেলে ও মেয়েদের জন্য আলাদা হোস্টেলের ব্যবস্থা রয়েছে। বিস্তারিত তথ্যের জন্য চুয়াডাঙ্গা জেলার যুবক ও যুবনারীদের ভর্তির জন্য স্ব-স্ব উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা অথবা নিম্নের নম্বরে যোগাযোগ করুন।

ফোন-০২-৪৭৯৯১৫০৩৩

মোবাইল নম্বর-০১৭১৬-৬৫৭৮০৪

মোবাইল নম্বর-০১৭৪১-২৭০৩০১





 

সেবার তালিকা

 প্রশিক্ষণ কর্মসূচিঃ


যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণ কার্যক্রম একটি অন্যতম গুরুত্বপূর্ণ কর্মসূচি। যেখানের দেশের বেকার যুবক ও যুবনারীদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ মানবসম্পদে পরিণত করার লক্ষে যুব প্রশিক্ষণ কেন্দ্রে প্রাতিষ্ঠানিক তিন ও এক মাস মেয়াদি প্রশিক্ষণ প্রদান করে থাকে। তারই ধারবাহিকতায় যুব প্রশিক্ষণ কেন্দ্র, যুব উন্নয়ন অধিদপ্তর, চুয়াডাঙ্গায় তিন ও একমাস মেয়াদি সমন্বিত প্যাকেজে প্রশিক্ষণ প্রদান করে থাকে। প্রশিক্ষণ নিয়ে নিজের আত্মকর্মী ও কর্মসংস্থান নিজেই করতে পারবেন। 

 

চুয়াডাঙ্গা যুব প্রশিক্ষণ কেন্দ্রে পরিচালিত আবাসিক প্রশিক্ষণ কোর্সসমূহঃ


গবাদিপশুহাঁস-মুরগিপালনপ্রাথমিক চিকিৎসামৎস্য চাষ ও কৃষি বিষয়ক প্রশিক্ষণ কোর্সঃ


আবাসিক এ প্রশিক্ষণ কোর্সের মেয়াদ ০৩ মাস। এ প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য প্রশিক্ষণার্থীকে ১০০.০০ (একশত) টাকা ভর্তি ফি এবং জামানত হিসেবে ১০০.০০ (একশত) টাকা (ফেরৎযোগ্য) জমা দিতে হয়। যুব উন্নয়ন অধিদপ্তর প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের প্রত্যেককে মাসিক ৪৫০০.০০ (চার হাজার পাঁচশত) টাকা প্রশিক্ষণ ভাতা প্রদান করে থাকে। এ কোর্সে ভর্তির জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণি পাশ।


গবাদিপশুপালন প্রশিক্ষণ কোর্সঃ


আবাসিক এ প্রশিক্ষণ কোর্সের মেয়াদ ০১ মাস। এ প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য প্রশিক্ষণার্থীকে ১০০.০০ (একশত) টাকা ভর্তি ফি এবং জামানত হিসেবে ১০০.০০ (একশত) টাকা (ফেরৎযোগ্য) জমা দিতে হয়। যুব উন্নয়ন অধিদপ্তর প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের প্রত্যেককে মাসিক ৪৫০০.০০ (চার হাজার পাঁচশত) টাকা প্রশিক্ষণ ভাতা প্রদান করে থাকে। এ কোর্সে ভর্তির জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণি পাশ।


কৃষি ও হর্টিকালচার প্রশিক্ষণ কোর্সঃ


আবাসিক এ প্রশিক্ষণ কোর্সের মেয়াদ ০১ মাস। এ প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য প্রশিক্ষণার্থীকে ১০০.০০ (একশত) টাকা ভর্তি ফি এবং জামানত হিসেবে ১০০.০০ (একশত) টাকা (ফেরৎযোগ্য) জমা দিতে হয়। যুব উন্নয়ন অধিদপ্তর প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের প্রত্যেককে মাসিক ৪৫০০.০০ (চার হাজার পাঁচশত) টাকা প্রশিক্ষণ ভাতা প্রদান করে থাকে। এ কোর্সে ভর্তির জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণি পাশ।

 

হাঁস-মুরগিপালন প্রশিক্ষণ কোর্সঃ


আবাসিক এ প্রশিক্ষণ কোর্সের মেয়াদ ০১ মাস। এ প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য প্রশিক্ষণার্থীকে ১০০.০০ (একশত) টাকা ভর্তি ফি এবং জামানত হিসেবে ১০০.০০ (একশত) টাকা (ফেরৎযোগ্য) জমা দিতে হয়। যুব উন্নয়ন অধিদপ্তর প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের প্রত্যেককে মাসিক ৪৫০০.০০ (চার হাজার পাঁচশত) টাকা প্রশিক্ষণ ভাতা প্রদান করে থাকে। এ কোর্সে ভর্তির জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণি পাশ।

 

মৎস্য চাষ প্রশিক্ষণ কোর্সঃ


আবাসিক এ প্রশিক্ষণ কোর্সের মেয়াদ ০১ মাস। এ প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য প্রশিক্ষণার্থীকে ১০০.০০ (একশত) টাকা ভর্তি ফি এবং জামানত হিসেবে ১০০.০০ (একশত) টাকা (ফেরৎযোগ্য) জমা দিতে হয়। যুব উন্নয়ন অধিদপ্তর প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের প্রত্যেককে মাসিক ৪৫০০.০০ (চার হাজার পাঁচশত) টাকা প্রশিক্ষণ ভাতা প্রদান করে থাকে। এ কোর্সে ভর্তির জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণি পাশ।